মেয়েদের পাশাপাশি অভিভাবকদেরও শিক্ষিত করে তোলার পরামর্শ ফরাসি কনসাল জেনারেল-এর

কলকাতা, ২৭ নভেম্বরঃ সোমবার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের উইমেন ডেভলপমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্টের বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে আয়োজন করা হয়েছিল এক আলোচনা সভার। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাসি কনসাল জেনারেল ভার্জিনি কর্টিভাল। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘কন্যা সন্তানদের শিক্ষিত করতে হলে আগে তাদের অভিভাবকদের শিক্ষিত করা প্রয়োজন।’ তাঁর মতে নারীদের স্বনির্ভর এবং শক্তিশালী করার একমাত্র উপায় তাঁদের উন্নতমানের শিক্ষা দেওয়া।

এদিন আলোচনায় কর্মক্ষেত্রে সেক্সিজম এবং ওয়র্কপ্লেসে সেক্সুয়াল হ্যারাসমেন্টের প্রসঙ্গও তুলে ধরেছিলেন ভার্জিনি। তিনি মনে করেন, কর্মক্ষেত্রে মেয়দের ওয়র্ক ফ্রম হোম-এর সুবিধে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারন কর্মরতা মহিলাদের ওপর তাদের সন্তান প্রতিপালন করার দায়িত্বও থাকে। এরই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, বাড়ি থেকে কোনও মহিলা অফিসের কাজ করলেই তাঁর যোগ্যতা কোনও অংশে কমে যাচ্ছে এমন ভাবার কোনও কারন নেই। উল্লেখ্য, এদিনের সভায় উপস্থিত ছিলেন শহরের প্রথম সারির মহিলা ব্যবসায়ীরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KCym93

November 27, 2018 at 06:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top