আদৌ কি ঢাকা টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে মাহমুদউল্লাহ রিয়াদের দল? নাকি সিলেট টেস্টের মতো খেই হারিয়ে নির্বোধের পরিচয় দেবে? জানতে হলে অপক্ষো করতে হবে। আপ টু ডেইট খবরাখবর রাখতে হবে, দ্বিতীয় টেস্টে চোখ রাখতে হবে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের পর টেস্টে এসে বিপদে পড়ে বাংলাদেশ। তাও যেন তেন ভাবে নয়। স্বাগতিকদের বিপক্ষে ১৫১ রানে জয় তুলে নেয় হ্যামিল্টন মাসাকাদজার দল। তাতেই চক্ষু চড়ক গাছ ক্রেইজি ফ্যানদের। টনক নড়ে টিম ম্যানেজম্যান্টে। কিছুটা বিবৃত হয় অধিনায়ক রিয়াদও। সবাই বুঝতে পারে টেস্টে নিজেদের অসহায়ত্বের কথা, ঘাটতির কথা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৫ দিনের বদলে সাড়ে তিন দিনে বাংলাদেশের হারের পর ক্যাপ্টেন মাহমুদউল্লাহর চোখ রাঙানি ছিল ব্যাটসম্যানদের ওপর। তার দৃষ্টিতে বোলাররা যথেষ্ট ভালো বোলিং করলেও ব্যর্থ ব্যাটাররা। তাদের কারণেই দলের এমন ভরাডুবি। এরপর যদিও ডিসিপ্লিন-কতর্ব্যহীনতাকে দায়ী করেছেন তিনি। রিয়াদের বক্তব্যের পর বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার পাইলট ও হাবিবুল বাশারও একই কথা বলেছেন। সবার চুক্তি একটাই। তা হলো, ব্যাটসম্যানরা নিজেদের প্রমাণ করতে পারেনি। তাতেই এমন হাল। তবে ঢাকা টেস্টে এসে দৃশ্যপট পরিবর্তন হবে বলে মত তাদের। এদিকে মিরপুর ক্রিকেট পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে ঢাকা টেস্টে অন্তত দুই পরিবর্তনের খবর। তরুণ নাজমুল হোসাইন শান্তর পরিবর্তে একাদশে ভিড়ানো হচ্ছে মোহাম্মদ মিথুনকে। কারণ শান্তকে সিলেট টেস্টে সুযোগ দেয়া হলেও সেটি ভালোভাবে কাজে লাগাতে পারেননি তিনি। অন্যদিকে শতভাগ ফিট হওয়ায় একাদশে ভিড়ছেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওয়ানডেতে কাঁধে ব্যথা পাওয়ায় শেষ ওয়ানডেতে নামানো হয়নি তাকে। তবে শতভাগ ফিট হয়ে দলে ঢুকছেন তিনি। সেক্ষেত্রে একাদশের বাইরে রাখা হতে পারে নাজমুল অপুকে। সিলেটে ব্যাটারদের ব্যর্থতায় ঢাকা টেস্টে তামিম ইকবালের ফেরা নিয়ে একটা গুঞ্জন উঠেছিল। কিন্তু খবরটি মোটেও সত্য নয় বলে বিসিবির তরফ থেকে একাধিকবার বলা হয়েছে। শুধু তামিম নয় তুষার ইমরানের ব্যাপারেও হই হই রব উঠেছিল। বলা হয়েছিল দীর্ঘদিন পর এবার অপেক্ষার অবসান ঘটছে ইমরানের। কিন্তু সেটিও যে শতভাগ মিথ্যা তার প্রমাণ মিলেছে। তবে মোস্তাফিজের ব্যাপারটি শতভাগ সত্য। কারণ শুক্রবার (৯ নভেম্বর) ম্যাচের আগের দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আরিফুল হকের বক্তব্যে তার স্পষ্টতা পাওয়া যায়। সে হিসাবে যেমন একাদশ দাঁড়ায়: ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি ও মোস্তাফিজুর রহমান। এমএ/ ১১:২২/ ০৯ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zEPfv2
November 10, 2018 at 05:29AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন