মুম্বাই, ৩১ অক্টোবর- পছন্দের তারকাকে সামনা সামনি পেলে খুশিতে আত্মহারা হয়ে যান ভক্তরা। আর সেই সাথে অটোগ্রাফ আর ফটোগ্রাফ তো সময়ের টানে মৌলিক অধিকারের মতোই হয়ে গেছে। কিন্তু লুকিয়ে লুকিয়ে ছবি তোলাটা অন্যায়, আর এমন অন্যায় করে বসেছেন এক ভক্ত। আর তাতেই ভীষণ রেগেছেন বলিউড তারকা জেরিন খান। সোমবার রাতে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটাতে যান জেরিন। আর সেখানেই পাশের টেবিলে বসা এক যুবক অনেকটা গোপনে মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলছিলো এ তারকার। আর তাতেই বেশ অগ্নিমুর্তি ধারণ করেন তিনি। ওই যুবককে ডেকে তার ফোন থেকে ছবিগুলো ডিলিট করান এবং এভাবে ছবি তোলার কারণে বেশ বকাঝকাও করেন। একসময় জেরিন খানের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব ট্রল হতো, এসব কারণেই অনুমতি ছাড়া কেউ ছবি তুলুক এমনটা চান না তিনি। জেরিন খানের বলিউডের শুরুটা হয় ২০১০ সালে সালমান খানের বিপরীতে বীর ছবিটিতে। তারপর হেটস্টোরি ৩ ও বেশ কয়েকটি ছবির আইটেম গানে দর্শক মাতিয়ে পরিচিতি পান এ তারকা। সূত্র: জাগোনিউজ২৪ আর/১২:১৪/৩১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PtyWLx
November 01, 2018 at 01:30AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন