ঢাকা, ২২ নভেম্বর- দুই সেঞ্চুরিয়ান নাঈম ইসলাম ও জহুরুল ইসলামের ব্যাটে চড়ে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৫ রানের বিশাল সংগ্রহ পেয়েছে নর্থ জোন। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাব্বির রহমান। জবাবে ১২৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে ইস্ট জোন। হাতে ৬ উইকেট থাকলেও নর্থ জোনের চেয়ে তারা এখনও ৩২০ রানে পিছিয়ে আছে। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের ম্যাচে রাজশাহীতে বৃহস্পতিবার (২২ নভেম্বর) দ্বিতীয় দিনের খেলায় আগেরদিনের ২ উইকেটে ৩৩৫ রানের সঙ্গে ১১০ রান যোগ করতেই বাকি সব উইকেট হারিয়ে ফেলে নর্থ জোন। তবে এই রানও ইস্ট জোনের কাছে ধরাছোঁয়ার বাইরে মনে হচ্ছে। দিনের শেষ ৩৬ ওভার ব্যাট করে ১২৫ রান সংগ্রহ করতেই ৪ উইকেট হারিয়ে বসেছে দলটি। আগেরদিনের অপরাজিত সেঞ্চুরিয়ান নাঈম ও জহুরুল আজ বেশীক্ষণ টিকতে পারেননি। দিনের শুরুতেই সেঞ্চুরির সঙ্গে আর মাত্র ৪ রান যোগ করতেই ইস্ট জোনের বোলার আবু জায়েদের বলে উইকেটরক্ষক জাকির হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জহুরুল (১০৪)। এরপর ওপেনার মিজানুর (৯২) সঙ্গ দেন নাঈমকে। কিন্তু দলীয় ৩৭৮ রানে এনামুল হক জুনিয়রের শিকার হয়ে মিজানুর (৯২) ফিরে গেলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নর্থ জোন। মিজানুরের পর মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে শুন্য রানে বিদায় নেন সাব্বির রহমান। দলীয় ৪০৪ রানে বিদায় নেন দলের সেরা স্কোরার নাঈম (১৩৭)। এরপর জিয়াউর রহমান (২৯) রানের চাকা সচল রাখেত সহায়তা করেন। কিন্তু আর কেউ দাঁড়াতে না পারায় ৪৪৫ রানেই সব উইকেট হারিয়ে বসে নর্থ জোন। বল হাতে ইস্ট জোনের হাসান মাহমুদ ৮৪ রান খরচে ৪ উইকেট তুলে নেন। ৩ উইকেট পকেটে পুরেছেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। ২ উইকেট পেয়েছেন আবি জায়েদ। বাকি ১ উইকেট সাইফউদ্দিনের। জবাবে দুই ওপেনার রনি তালুকদার ও শামসুর রহমানের ব্যাটে শুরুটা ভালো হলেও দ্রুতই খেই হারিয়ে ফেলে ইস্ট জোন। দিনের শেষ উইকেট হিসেবে সাঞ্জামুলের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৫৪ রানের ইনিংস খেলেছেন রনি। আরেক ওপেনার শামসুর (২৪) সাঞ্জামুলের বলে বোল্ড হয়ে ফিরলে আর তেমন কেউ দাঁড়াতে পারেননি। বল হাতে ২টি করে উইকেট দখল করেছেন নর্থ জোনের ইবাদাত হোসেন ও সাঞ্জামুল ইসলাম। এদিকে একইদিনে সিলেটে দ্বিতীয়দিনের মতো মুখোমুখি হয় সেন্ট্রাল জোন ও সাউথ জোন। আগেরদিন প্রথমে ব্যাট করে আব্দুল মাজিদের সেঞ্চুরির ইনিংসে ভর করে ২৮২ রানের সংগ্রহ পেয়েছিল সেন্ট্রাল জোন। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৮১ রানে গুটিয়ে যায় সাউথ জোন। আর দিনশেষে কোনো উইকেট না হারিয়ে ২ রান সংগ্রহ করে মোট ৩ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে সেন্ট্রাল জোন। দ্বিতীয় দিনে ওপেনার শাহরিয়ার নাফিসের ৭১ রান আর ফজলে মাহমুদের ৯৪ রানের ইনিংসে ভর করে ২৮১ রানে থামে সাউথ জোনের প্রথম ইনিংস। এই দুজন ছাড়া সাউথ জোনের হয়ে বলার মতো রান পেয়েছেন শুধু টেল এন্ডার ব্যাটসম্যান রুবেল হোসেন (৩০)। বল হাতে সেন্ট্রাল জোনের মোশাররফ হোসেন ৫৩ রান খরচে পেয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন রবিউল হক ও শহিদুল ইসলাম। আর ১টি করে উইকেট পেয়েছেন আবু হায়দার ও শুভাগত হোম। এমএ/ ০৭:১৫/ ২২ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2R4tBaY
November 23, 2018 at 01:15AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.