উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ শীত আসলেই চারপাশের প্রকৃতির মতো আমাদের ত্বকও হয়ে ওঠে শুষ্ক,রুক্ষ। এই সময় ত্বকের চাই বাড়তি যত্ন। তবে সবচেয়ে বেশী সমস্যা হয় যখন আমরা শীতের সময় মেকআপ করতে যাই। কারণ শুষ্ক ত্বকের ডেড সেল মেকআপ পুরোপুরি মিশে যেতে দেয়না। তবে মেকআপের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করলে আমরা শীতকালেও পেতে পারি মনের মত লুক।
-মেকআপের আগে আপনার প্রথম কাজ হবে খুব যত্ন সহকারে মুখ ধোয়া। শীতে ত্বকের কমনীয়তা বজায় রাখতে ব্যবহার করতে পারেন, জেল, ফোম, মিল্কি বা ক্রিমি ফেসওয়াসগুলো।
-মেকআপের একটি প্রধান উপাদান হচ্ছে ফাউন্ডেশনের ব্যবহার। তাই শীতে মুখে মেকআপ লাগানোর আগে একটি বরফের টুকরো নিয়ে মুখে আলতো ঘষে নিন। এরপর ফাউন্ডেশন লাগানোর সময় ফাউন্ডেশনের সাথে সামান্য পরিমাণ মশ্চারাইজার মিশিয়ে নিন।
-আপনার মুখের ত্বকের সাথে মানানসই ট্রান্সলুসেন্ট পাউডার হালকা করে পুরো মুখে মেখে নেবেন। তবে খুব বেশি ড্রাই স্কিন হলে, শীতকালে ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার না করাই ভালো।
-শীতেও ত্বকে সানস্ক্রিন খুব দরকারি। আর সেকারণেই শীতের মেকআপে পূর্ণতা আনতে ফাউন্ডেশনের সাথে সানস্ক্রিন অবশ্যই মিশিয়ে নেবেন।
-আপনি চাইলে শীতে চোখের মেকআপটা একটু ভারী নিতেই পারেন। তবে শীতের অতিরিক্ত ঠাণ্ডা আবহাওয়াতে অনেক সময় চোখে জল আসার সম্ভাবনা থাকে তাই চোখের মেকআপ করার সময় খেয়াল রাখুন সেটা যেন টিয়ারপ্রুফ হয়।
-শীতের সময় ঠোঁট খুব দ্রুত তার মশ্চারাইজার হারায়। তাই ঠোঁটে লিপস্টিক বা অন্য কোনো প্রসাধনী লাগানোর আগে ঠোঁটের মরা কোষ তুলে নিন। এরপর আপনার পছন্দসই যেকোনো রং-এর লিপস্টিক বা লিপবাম লাগিয়ে নিন।
-শীতের সময়ে আমরা অনেকেই হাতের দিকে নজর দিই না। তবে হাতের মশ্চারাইজারও কিন্তু একান্ত দরকার৷ তাই দিনে ও রাতে হাতে মশ্চারাইজার মাখতে ভুলবেন না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Bxjczg
November 26, 2018 at 11:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন