তেহেরান, ২৬ নভেম্বরঃ ইরাক-ইরান সীমান্তে জোরালো ভূমিকম্প। কম্পনের তীব্রতা ৬.৩। কম্পনে ভেঙে পড়েছে বহু বাড়ি। আহত হয়েছেন প্রায় ৩৬১ জন।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের উপকেন্দ্র ছিল পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশের ইলাম শহরের উত্তর-পশ্চিমে ভূমি থেকে ৬৫ কিমি গভীরে। সারপোল-ই-জাহাব ও কাসর-ই-শিরিনে বেশ কয়েকটি বাড়ি ও দেওয়াল ভেঙে পড়েছে। প্রবল কম্পনে আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। কয়েকটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে। তারা জানিয়েছে, ভূমিকম্পের আতঙ্কে পালাতে গিয়ে সকলে আহত হয়েছেন। কম্পনস্থল থেকে সুদূর বাগদাদেও জোরালো কম্পন অনুভূত হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AoaYHN
November 26, 2018 at 12:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন