মুম্বাই, ৩০ নভেম্বর- বলিউড বাদশা শাহরুখ খানের আলোচিত ছবি জিরোর শ্যুটিং চলাকালে সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে লাগা এই অগ্নিকাণ্ড নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শাহরুখ নিজেও সেসময় সেটে ছিলেন। তবে তিনিসহ কলাকুশলীদের সবাই সুস্থ আছেন বলে জানা গেছে। জানা যায়, জিরো ছবির একটি গানের দৃশ্যের শুটিং ছিল গোরেগাঁওয়ের মুম্বাই ফিল্ম সিটিতে। হঠাৎ আগুন লেগে যায় সেটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় শাহরুখ নিজের ভ্যানিটি ভ্যানে ছিলেন। সেটের আশপাশেই ছিলেন আলিয়া ভাটও। তবে তাদেরসহ কলাকুশলীদের সবাইকে সেখান থেকে নিরাপদেই সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ। ফায়ার সার্ভিস কর্মীরা শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও অনুশকা শর্মা অভিনীত আনন্দ এল রাইয়ের জিরো। এরই মধ্যে চলতি মাসেই সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। এমইউ/০৯:১০/৩০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FYUonM
November 30, 2018 at 03:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top