মুম্বই, ৮ নভেম্বরঃ এক ক্রিকেট ভক্তকে দেশ ছাড়ার উপদেশ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিরাট কোহলি। তাঁর এহেন মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেকেই। বৃহস্পতিবার সেই বিষয় নিয়ে ফের মুখ খুললেন বিরাট।
এদিন ট্যুইটারে বিরাট লেখেন, ‘আমার মনে হয় ট্রোলিং আমার জন্য নয়। আমি বরং ট্রোলড্ হতেই চাইব! তবে ‘এই ভারতীয়রা’ মন্তব্যের প্রেক্ষিতেই আমি জবাব দিয়েছিলাম। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী।’ তাঁর মন্তব্যকে হালকা ভাবে নেওয়ার অনুরোধও করেন ভারত অধিনায়ক।
প্রসঙ্গত, বুধবার এক ক্রিকেট ভক্ত বিরাটের উদ্দেশ্যে লিখেছিলেন ‘উনি (বিরাট) একজন ওভার রেটেড ব্যাটসম্যান। ওর ব্যাটিংয়ে স্পেশাল কিছু নেই। আমি এই ভারতীয় ব্যাটসম্যানদের থেকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের দেখতে বেশি পছন্দ করি।’ এরকম নেতিবাচক মন্তব্যের উত্তরেই সেই ভক্তকে ভারত ছাড়ার উপদেশ দিয়েছিলেন তিনি। তবে আজ সেই বিষয়ে মুখ খুললেও নিজের মন্তব্য থেকে কিন্তু সরে আসেননি বিরাট।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DbviiP
November 08, 2018 at 09:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন