রায়গঞ্জ, ২১ নভেম্বরঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হলেন দুই রং মিস্ত্রি। বুধবার সকাল এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের বারোদুয়ারী মোড় এলাকার একটি চালের মিলে। স্থানীয় বাসিন্দারা আহতদের আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজে তাদের রেফার করা হয়। দুই রংমিস্ত্রির মধ্যে একজনের বাঁহাত বাদ দিতে হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, জখম রংমিস্ত্রিদের নাম বাসুদেব বাউরি(২৪) ও সনু হালদার(২৭)। তাদের বাড়ি যথাক্রমে বর্ধমান জেলার আউসগ্রাম ও নদীয়া জেলার চাকদাগ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের বারোদুয়ারী এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি চালের মিলে মই বেয়ে উঠে রং করছিলেন তারা। ওই মিলের পাশ দিয়েই ১১ হাজার ভোল্টের বিদ্যুৎয়ের তারের খুঁটি চলে গিয়েছে। রং করতে করতে আচমকাই মইটি উল্টে যাওয়ায় বাঁচার জন্য বিদ্যুতের তারটি জড়িয়ে ধরেন। সঙ্গে সঙ্গে দুই শ্রমিকেরই হাত পা ঝলসে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই বেসরকারি চালের মিলটি রং করার জন্য দক্ষিণবঙ্গ থেকে মোট ১২ জন রংমিস্ত্রি রং করতে এসেছে। ঘটনার তদন্তে রায়গঞ্জ থানার পুলিশ।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zk3MwP
November 21, 2018 at 06:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন