কলকাতা, ০৩ নভেম্বর- আসাম রাজ্যে আসামের তিনসুকিয়ায় জঙ্গিদের গুলিতে পাঁচ বাঙালি নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ডিসপ্লে পিকচার (ডিপি)-থেকে নিজের ছবি সরিয়ে দিয়ে কালো করে রাখলেন তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার সন্ধ্যায় অাসামের তিনসুকিয়া জেলার খেরিবাড়িতে একই পরিবারের তিন সদস্য সহ পাঁচজনকে হত্যা করে সন্দেহভাজন জঙ্গি সংগঠন আলফা (ইন্ডিপেন্ডেন্ট)। নৃশংস ওই হত্যাকাণ্ডের নিন্দা করে রাতেই সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূল নেত্রী। এরপর শুক্রবারও ওই ঘটনার প্রতিবাদে নিজের ফেসবুক ও ট্যুইটার পেজে ডিসপ্লে পিকচার (ডিপি) কালো করে রাখেন। ট্যুইট করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, বিজেপি শাসিত একটি রাজ্যে বাঙালি নাগরিকদের জঘন্য হত্যাকাণ্ডের নিন্দা জানাতে প্রতিবাদ দিবস পালন করা হচ্ছে। আমরা আমাদের ট্যুইটার/ফেসবুক ডিপিগুলোকে কালো করে রাখার সিদ্ধান্ত নিয়েছি। সারা পশ্চিমবঙ্গ রাজ্য আজ প্রতিবাদে পথে নেমেছে। এদিকে, অাসামের বাঙালি নিধনের প্রতিবাদে শুক্রবার শিলিগুড়ি থেকে কলকাতাসহ উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিবাদি মিছিল বের করা হয়। সন্ধ্যায় কলকাতার গিরিশ পার্কের কাছে একটি কালীপূজার মণ্ডপ উদ্বোধনী অনুষ্ঠান থেকেও অাসামের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান মমতা ব্যানার্জি। তিনি বলেন, আলোর উৎসবের মাঝেও দেশজুড়ে ভয় ও অশুভ শক্তি বৃদ্ধি পাচ্ছে। আমি জানি না কেন এই মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে হত্যার মধ্যে দিয়ে অশুভ সংকেত পাঠানো হচ্ছে। এই ধরনের ঘটনা এদেশে কখনও ঘটেনি। হঠাৎ করেই সর্বত্র একটা সহিংসতার পরিবেশ তৈরি হয়েছে। আর/০৮:১৪/০৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QgQ7gj
November 03, 2018 at 02:53PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন