প্যান কার্ডে এবার বাধ্যতামূলক নয় বাবার নাম

নয়াদিল্লি, ২১ নভেম্বরঃ যদি মা-ই একমাত্র অভিভাবক হন, তাহলে প্যান কার্ডের অ্যাপ্লিকেশন ফর্মে বাবার নাম উল্লেখ করা বাধ্যতামূলক নয়। আয়কর দফতরের এই নতুন নিয়মটি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস। এই মুহূর্তে প্যান কার্ডের ফর্ম ভর্তি করার সময় বাবার নাম উল্লেখ করা বাধ্যতামূলক। অবিবাহিত মায়ের সন্তানদের কথা ভেবেই এই পদক্ষেপ আয়কর দপ্তরের।

নতুন নিয়মটি বলবৎ হবে আগামী ৫ ডিসেম্বর থেকে। কারোর বাবা যদি বিবাহবিচ্ছিন্ন অথবা প্রয়াত হন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর মায়ের নাম উল্লেখ করতে পারবেন প্যান কার্ডের ফর্মে। সেই নাম উঠে আসবে তাঁর প্যান কার্ডেও।

ওই বিজ্ঞপ্তিটির মাধ্যমে এই কথাটিও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে, প্যান কার্ডের আবেদন করতে গেলে একটি আর্থিক বর্ষে ২.৫ লক্ষ বা তার বেশি টাকা লেনদেন করতে হবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DwKtmR

November 21, 2018 at 04:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top