ওয়াশিংটন, ২৫ নভেম্বরঃ এবার থেকে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই পাসপোর্ট ইস্যু করতে চলেছে ভারতীয় দূতাবাসগুলি। শনিবার ওয়াশিংটনে পাসপোর্ট সেবা প্রকল্পের সূচনা করে একথা জানালেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং। সারা বিশ্বের সব ভারতীয় দূতাবাসগুলি থেকে প্রবাসী ভারতীয়দের এই সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, আবেদনকারীর বিষয়ে তথ্য জানার প্রক্রিয়াগুলি এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে হবে। এর ফলে দ্রুত পাসপোর্ট বানানো সম্ভব হবে। আগামী দিনে ভারতই বিশ্বের মধ্যে সবথেকে ভাল পাসপোর্ট পরিসেবা দেবে, পাশাপাশি পাসপোর্টের আবেদন ও ভেরিফিকেশনের নিয়মও অনেক সহজ করা হবে বলে জানান মন্ত্রী।
বর্তমানে দেশে ৩৩৬টি পাসপোর্ট অফিস আছে। আগামী বছরের মার্চের মধ্যে দেশ জুড়ে ৫০০ পাসপোর্ট অফিস তৈরির পরিমল্পনার কথাও এদিন ঘোষণা করা হয়েছে। যাতে কোনও ভারতীয়কে পাসপোর্টের জন্য ৫০-৬০ কিলোমিটার দূরে যেতে না হয়। ভিকে সিং আরও জানান, আগামী কয়েক মাসের মধ্যেই নতুন পাসপোর্ট ইস্যু করবে ভারত সরকার। যার মধ্যে সুরক্ষাবিধির দিকে কড়া নজর রাখা হবে। নতুন পাসপোর্টের কাগজ এবং ছাপার পদ্ধতিও হবে অনেক উন্নতমানের। তবে পাসপোর্টের রং–এ কোনও পরিবর্তন আনা হবেনা। এবিষয়ে ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সারনা বলেন, ‘এই প্রকল্পের ফলে পাসপোর্ট পরিসেবা আরও ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BvV0xb
November 25, 2018 at 07:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন