সালেম, ১৮ নভেম্বরঃ ঘূর্ণিঝড় গাজার তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৫। রবিবার এমনটাই জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী। আগামী ২০ নভেম্বর ঝড়ে বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে যাবেন তিনি।
পালানিস্বামী জানান, আগামী মঙ্গলবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত সমস্ত উপকূলবর্তী এলাকা পরিদর্শনে যাবেন তিনি। ইতিমধ্যেই ঝড়ে বিপর্যস্ত এলাকাগুলিতে বেশ কয়েকজন মন্ত্রীকে পাঠানো হয়েছে। সেখানে উদ্ধারকাজ চলছে। তিনি জানান, ঝড় থেকে রক্ষার জন্য ৪৮৩টি ত্রাণশিবির তৈরি করে প্রায় আড়াই লক্ষ মানুষকে সরিয়ে দেওয়া হয়েছিল।
ঘূর্ণিঝড়ে সম্পূর্ণ ভেঙে গিয়েছে ৫৬,০০০ কুঁড়েঘর। আরও ৩০,০০০ বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গিয়েছে ১.৭ লক্ষ গাছ। প্রাণ গিয়েছে ৭০০-রও বেশি পশুপাখির। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৪৭টি ট্রান্সফরমার, ৩৯,৯৩৮ বিদ্যুতের খুঁটি ও ৩৫৫৯ কিমি বিদ্যুতের তার। যাবতীয় ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করে কেন্দ্রকে পাঠানো হবে বলে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zdwxLu
November 18, 2018 at 09:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন