নয়াদিল্লি, ৩ নভেম্বরঃ চাপের মুখে অবশেষে অমৃতসর দুর্ঘটনায় তদন্তের বির্দেশ দিল রেল। কমিশনার অফ রেলওয়েজ সেফটিকে দেওয়া হয়েছে তদন্তভার। কার বা কাদের গাফিলতিতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি। তদন্ত সুরু হবে ৪ নভেম্বর থেকে।
অক্টোবর মাসে দশেরা উপলক্ষে অমৃতসরের চৌরা বাজার এলাকায় রাবন বধ পালা চলছিল। অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন হাজারের বেশি মানুষ। রেললাইনের উপরে দাঁড়িয়েই অন্তত ৭০০ জন রাবণ বধ দেখছিলেন। তখনই দ্রুত গতিতে ছুটে আসে একটি ট্রেন। তাতে কাটা পড়ে মৃত্যু হয় অন্তত ৬১ জনের। আহত হন বহু। তবে ঘটনার দায় নিতে অস্বীকার করেছিল রেল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yOf9fW
November 03, 2018 at 03:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন