তিরুবনন্তপুরম, ০২ নভেম্বর- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীনই ঘোষণা করা হয়েছে ভারতের পরবর্তী দুই টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড। যেখানে তারা প্রথমে ঘরের মাঠে লড়বে ক্যারিবীয়দের বিপক্ষে, পরের সিরিজ খেলতে বিরাট কোহলির দল উড়াল দেবে অস্ট্রেলিয়ার পথে। এ দুই টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে। দলে নিয়মিত হওয়ার পর থেকে এবারই প্রথম বাদ পড়েছেন ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার। স্কোয়াড ঘোষণার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর এক মুখপাত্র জানিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি ও টপঅর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মার পরামর্শেই বাদ দেয়া হয়েছে ধোনিকে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোহলি বা রোহিতের বক্তব্য জানা না গেলেও, ওয়ানডে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক কথা বলেছেন টি-টোয়েন্টি থেকে ধোনির বাদ পড়ার ব্যাপারে। বিসিসিআই কর্মকর্তা কোহলি ও রোহিতের পরামর্শের কথা জানালেও, কোহলি সরাসরি বলেছেন তিনি সে আলোচনায় উপস্থিতই ছিলেন না। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে জয়ী হয়েছে স্বাগতিকরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোহলি বলেন, আমি যদি ভুল না হই নির্বাচকরা এই বিষয়ে (ধোনির বাদ পড়া) আগেই তাঁদের মত জানিয়েছেন। তারা বলে ফেলার পর আমাকে আবার এই প্রশ্ন করা কোনও কারণ খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় নির্বাচকরা সামনে এসে আসল কারণটা পরিষ্কার করেই বলে দিয়েছেন। এসময় কোহলি জানান টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণার আলোচনায় তিনি উপস্থিতই ছিলেন না, আমি ওই আলোচনার অংশ ছিলাম না। যেটা নির্বাচকরা ব্যাখ্যা করেছেন সেটাই আসল কারণ। আমার মনে হয় মানুষ একটা বিষয় নিয়ে নানা রকম কথা বলছে। এটা নিশ্চিত করে বলতে পারি সেগুলো সঠিক নয়। ধোনি এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি নিজেই মনে করেন টি২০ ফর্ম্যাটে রিশভ পান্তের আরও সুযোগ পাওয়া উচিত। টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন, টেস্ট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। ধোনি এখন কেবল ওয়ানডে ফরম্যাটেই খেলবেন। দলের বর্তমান অধিনায়ক কোহলি এটি নিশ্চিত করেছেন যে ধোনি এখনো জুনিয়র খেলোয়াড়দের অনেক কিছু দিতে পারবেন এবং দেবেন। কোহলি বলেন, যাই হোক ধোনি এখনো দেশের হয়ে নিয়মিত ওডিআই খেলছেন। সেদিক থেকে দেখতে গেলে সে একইসাথে জুনিয়রদেরও সাহায্য করছে। বাকিরা যা ভাবছেন এমনটা মোটেও নয়। দলের ক্যাপ্টেন হয়ে এটা আমি নিশ্চিত করে আপনাদের বলতে পারি। সূত্র: জাগোনিউজ২৪ আর/১২:১৪/০২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2F0HDZz
November 02, 2018 at 07:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top