রাশিয়া বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের হয়ে যেমন খেলছেন লিওনেল মেসি, তেমন খেলছেন আরেক বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোও। একের পর এক ম্যাচ খেলে যাচ্ছে পর্তুগাল, অথচ দলটির সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো নেই। এ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল, কেন রোনালদোকে দেখা যাচ্ছে না পর্তুগাল জাতীয় দলে? গত সেপ্টেম্বরে এর একটা উত্তর দিয়েছিলেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। তিনি তখন বলেছিলেন, রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে নাম লেখানোর কারণে একটা ব্রেক (বিশ্রাম) দরকার রোনালদোর। এ কারণে তার সঙ্গে জাতীয় দলের একটা সমঝোতা হয়েছে, কিছুদিন বিশ্রাম দেয়ার ব্যাপারে। কিন্তু পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আবারও একই প্রশ্নের মুখোমুখি হলেন পর্তুগিজ কোচ। জবাব দিতে গিয়ে তিনি কিছুটা কুটনৈতিক পন্থা অবলম্বন করেন। সরাসরি কোনো মন্তব্য তার কাছ থেকে আসেনি। তিনি শুধু এটুকু বলে দিয়েছেন, রোনালদো তো দলের সঙ্গেই আছে। তবে রোনালদোকে ছাড়াই দারুণ খেলে যাচ্ছেন পর্তুগাল। ইউরো চ্যাম্পিয়ন দলটি ইতিমধ্যে উয়েফা ন্যাশন্স কাপের গ্রুপ পর্বের ম্যাচে হারিয়েছে ইতালিকে। এছাড়া টুর্নামেন্টটির সেমিফাইনাল এবং ফাইনালও আয়োজন করতে যাচ্ছে তারা, আগামী বছর জুন মাসে। নিজে না খেললেও পর্তুগালের ম্যাচের আগে এবং পরে টুইটার ও ইনস্টাগ্রামে দল নিয়ে সমর্থকদের প্রতি বার্তা প্রেরণ করেন পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ স্কোর করা এই ফুটবলার। সান্তোসও একই কথা জানিয়েছেন সাংবাদিকদের। যদিও, এর বেশি তিনি আর কিছু বলতে চাননি। সান্তোস বলেন, যদি রোনালদোর সম্পর্কে কারো কোনো সন্দেহ থাকে যে, তিনি দলের সঙ্গে নেই, তাহলে তারা যেন সোশ্যাল মিডিয়া, যেমন টুইটার এবং ইনস্টাগ্রামে চোখ রাখে। রোনালদো ম্যাচের আগে এবং পরে দলের সমর্থনে পোস্ট করে কি না দেখেন। এর চেয়ে আমি আর নিজেদের ভেতরের বিষয়াদি নিয়ে সবার সামনে কিছুই বলতে চাই না। সূত্র: জাগোনিউজ২৪ এইচ/২২:২২/২০ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DCq1B8
November 21, 2018 at 04:37AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন