সিলেট, ০৩ নভেম্বর- পছন্দের তারকাদের জন্য কতো পাগলামিই না করেন ভক্তরা! প্রিয় খেলোয়াড়ের জন্য মাঠে দর্শকদের ঢুকে পড়াটা তাই খুব একটা অপরিচিত ঘটনা নয়। মেসি-রোনালদোর জন্য ফুটবল মাঠে এরকম দৃশ্য অনেকবারই দেখা গেছে। সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টেও দেখা গেল তেমন একটি দৃশ্য। এবার টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের দিকে ছুটে গেলেন তার এক ভক্ত। নান্দনিক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবারের টেস্ট ম্যাচটি। একদিকে টিলা, আরেকদিকে চায়ের বাগান, মাঝখানে দৃষ্টিনন্দন স্টেডিয়াম। দুই ম্যাচ সিরিজের ফার্স্ট টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করছে সফরকারীরা। এদিকে খেলা গড়ানোর খানিক পরই মাঠে ঢুকে পড়ে এক খুদে ভক্ত। সবাইকে অবাক করে দিয়ে ক্রেজি সেই ভক্ত দৌড়ে এসে জড়িয়ে ধরে মুশফিকুর রহিমকে। মিস্টার ডিপেন্ডেবলও তাকে বুকে টেনে নেন আদরের সঙ্গেই। এ দৃশ্য দেখে খেলা থামিয়ে দেন আম্পায়ার। পরে নিরাপত্তাকর্মীরা এসে সেই ভক্তকে টেনে বের করেন। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ০৩ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JCbrKT
November 03, 2018 at 11:09PM
03 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top