ঢাকা, ১৮ নভেম্বর- বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র হাসিনা: এ ডটারস টেল। শুক্রবার (১৬ নভেম্বর) সারা দেশে বিভিন্ন প্রেক্ষাগৃহে এই প্রামাণ্যচিত্রটি মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই জীবনের সাথে যুদ্ধ করা এক নারী প্রশংসায় সবাই পঞ্চমুখ। ছবিটি মুক্তির দিন থেকেই প্রেক্ষাগৃহে গুলো সাধারণ মানুষ থেকে সুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শোবিজ তারকারা ভীড় জমিয়েছে প্রেক্ষাগৃহে। শুক্রবার মুক্তির পর পরই বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে ডকু-ড্রামাটি দেখতে গিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শেখ হাসিনার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র হাসিনা: এ ডটারস টেল দেখে প্রতিক্রিয়া জানান শাকিব। তিনি বলেন, এক কথায় অসাধারণ। যিনি বানিয়েছেন খুব চমৎকার বানিয়েছেন। এমন সিনেমা আমাদের অনেক হওয়া উচিত এবং আমাদের দেখা উচিত। আমরা এই প্রজন্মের যারা মুক্তিযুদ্ধ দেখিনি তাদের এই চলচ্চিত্রটি দেখে অনেক কিছুই শেখার আছে। অনেক অতীত ইতিহাস মানুষের চোখের সামনে চলে এসেছে। এবং অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছে। দীর্ঘ পাঁচ বছর সময় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রে শেখ হাসিনা ও শেখ রেহানার আবেগঘন কণ্ঠ ব্যবহার করা হয়েছে। দৃশ্যায়নে ফুটে উঠেছে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে নৃশংস কায়দায় হত্যার পর বিষাদপূর্ণ সময় ও দুই বোনের নির্বাসিত জীবন-সংগ্রামের চিত্র। হাসিনা: এ ডটারস টেল প্রযোজনা করেছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। সহযোগিতায় ছিল অ্যাপলবক্স ফিল্মস। ছবিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন সাদিক আহমেদ। সম্পাদনা করেছেন নবনীতা সেন আর সংগীতায়োজনে ছিলেন ভারতের দেবজ্যোতি মিশ্র। আরএস/ ১৮ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zeugPY
November 18, 2018 at 10:18PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন