নয়াদিল্লি, ৯ নভেম্বরঃ দেশের ৬টি বিমানবন্দর এবার লিজ দিচ্ছে কেন্দ্র। ওইসব বিমানবন্দরের পরিচালনা, উন্নয়ন ও কর্মপদ্ধতি সহ একাধিক বিষয়ের অনেকটাই চলে যাচ্ছে সেসরকারি হাতে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে ওইসব বিমানবন্দর লিজ দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
আহমেদাবাদ, গুয়াহাটি, জয়পুর, লখনউ, তিরুঅনন্তপুরম ও মাঙ্গালুরু বিমানবন্দর লিজে দেওয়া হচ্ছে। বিমানবন্দরগুলোর কর্মপদ্ধতি, পরিচালনা ও উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করবে বেসরকারি সংস্থাও। বিমানবন্দরগুলোর কাজ দেখার জন্য একটি কমিটি গড়া হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন নীতি আয়োগের সিইও।
বর্তমানে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরের রক্ষনাবেক্ষণ করা হয় এই পিপিপি মডেলেই। বেসরকারি সংস্থার সঙ্গে এয়ারপোর্ট অথরিটি যৌথভাবে কাজ করে ওইসব বিমানবন্দরের কাজে ভালো ফল পেয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zJhqbY
November 09, 2018 at 12:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন