অস্ত্র পাচারের ঘটনায় ধৃত ১

কলকাতা, ১৭ নভেম্বরঃ অর্ডন্যান্স ফ্যাক্টরি থেকে অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার করা হল ট্রাক মালিককে। প্রেমচাঁদ কুর্মি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) সূত্রে জানা গিয়েছে। ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে।

অর্ডন্যান্স ফ‍্যাক্টরি থেকে চলতি বছরের শুরু থেকেই অস্ত্র পাচারের অভিযোগ উঠেছিল। এর আগেই ঘটনার তদন্তে নেমে ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। বাজেয়াপ্ত করা হয়েছিল আটটি আগ্নেয়াস্ত্র। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল ফ্যাক্টরির কয়েকজন কর্মীর বিরুদ্ধে। এই চক্রের অন্যতম সদস্য এবং বাকিদের গ্রেফতার করে এসটিএফ জানতে পেরেছিল উত্তর-পূর্ব ভারতের জঙ্গিদের কাছে অস্ত্র সরবরাহ করত এই চক্র। এসটিএফ-এর গোয়েন্দারা এও জানিয়েছে, স্ক্র্যাপ ফ্যাক্টরির গুদামে জমা হওয়া এই অস্ত্রের কোনও রেজিস্টার রাখা হত না। সেই সুযোগটাই নিত অস্ত্র পাচারকারীরা। এই ঘটনায় ফ্যাক্টিরির কয়েকজন কর্মীও জড়িত ছিল বলে অভিযোগ। তাদের মধ্যে একজনকে জেরা করেই প্রেমচাঁদের খোঁজ পায় পুলিশ। ঘটনার তদন্ত চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QO6hOp

November 17, 2018 at 05:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top