কালনা ও শান্তিপুর, ২৯ নভেম্বরঃ নদিয়ায় বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আরও ১৭ জন অসুস্থ। মৃতের সংখ্যা পরে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, বুধবার কল্যাণীর জেএনএম হাসপাতালে মৃত্যু হয় মদ বিক্রেতা চন্দন মাহাতর ভাই লক্ষ্মী মাহাতর। তার কিছুক্ষন পর মারা যান লক্ষী মাহাতও।
প্রসঙ্গত, শান্তিপুরের নৃসিংপুর চৌধুরীপাড়ায় গরিব মানুষের বসতিতে দীর্ঘদিন ধরেই চোলাইয়ের বেপরোয়া কারবার রমরমিয়ে চলছিল বলে অভিযোগ। সম্প্রতি সেই চোলাই মদ খেয়ে এলাকার বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। তারপর থেকেই হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কর্তব্যে অবহেলার দায়ে আবগারি দপ্তরের তিন আধিকারিক ও ৮ কর্মীকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। ঘটনার তদন্ত করবে সিআইডি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RgNJqm
November 29, 2018 at 11:32AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন