‘মুখ্যমন্ত্রীর আত্মীয়’ দাবি করে চাকরিতে প্রতারণা ব্যক্তির

বিধাননগর, ১৭ নভেম্বরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দিয়ে চলছিল বেকার যুবক-যুবতীদের চাকরির টোপ দেওয়া। চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে বেকার যুবক-যুবতীদের কাছ থেকে টাকা তুলত অভিযুক্ত তরুণ কুমার বসু।

এছাড়া নিজে সরকারি চাকরি পাওয়ার জন্য সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে চাপ দেওয়ার অভিযোগ উঠছিল তরুণ বোস নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে শ্রীরামপুর থেকে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ, তরুণ বোস পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তাঁর দপ্তরে এক ব্যক্তিকে ক্লার্ক পদে নিয়োগের জন্য চাপ দিচ্ছিল। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ, ওই ব্যক্তি নিজেকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ দাবি করে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শর্মিলা মিত্রকে চাপ দিচ্ছিল। তিন মাস ধরে শর্মিলাদেবীকে ওই ব্যক্তি চাপ দিচ্ছিল বলে জানাগিয়েছে। পরে বিষয়টি খতিয়ে দেখে জানা যায় ওই ব্যক্তির দাবি ভিত্তিহীন। এরপর শর্মিলাদেবী বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2z9WXxC

November 17, 2018 at 06:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top