সিলেট, ০৫ নভেম্বর- ম্যাচ চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবারো দর্শক মাঠে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হচ্ছে সিলেটে। যে ম্যাচ দিয়েই টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক মাঠটির। কিন্তু শনিবার অভিষেকের দিনই এক ক্ষুদে ভক্ত মাঠে ঢুকে পড়েন। সোমবার তৃতীয় দিনে মাঠে ঢুকেন এক যুবক। প্রথম দিন সেই ক্ষুদে দর্শকরে মতো এদিনও মুশফিকুর রহীমকে জড়িয়ে ধরেই দর্শকটি। কিন্তু তিন দিনের ব্যবধানে দুইবার মাঠে এভাবে দর্শক ঢুকে পড়ায় সিলেট স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এদিন পিটার মুর আউট হওয়ার পর এই ঘটনা ঘটে। বাংলাদেশের খেলোয়াড়রা পানি পান করছিল। এমন সময় মাঠে ঢুকে পড়ে দর্শকটি। দুই দিনই দর্শক মাঠে ঢুকেছে পূর্ব গ্যালারি থেকে। নিরাপত্তা বেষ্টনীও তেমন ভালো নয় মাঠটির। গ্যালারি থেকে সহজেই ঢুকে পড়া যায় মাঠে। সেই সুযোগটাই নিচ্ছে দর্শকরা। বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা হোসেন ইমাম সংবাদ মাধ্যমকে এনিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা বলেছেন, নিরাপত্তা ব্যবস্থায় কিছুটা ঘাটতি ছিল, বলতেই হবে। বিসিবির নিরাপত্তাকর্মী আমরা মাত্র ২০ জন, পুরো মাঠ নিরাপদ রাখা সম্ভব নয়। এই কমকর্তা আরো বলেন, ব্যাপারগুলোর দিকে খেয়াল রাখতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আমার মনে হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাজ ঠিকভাবে করতে পারছে না। স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী নিয়ে হোসেন ইমাম বলেন, বেষ্টনি আরও উঁচু করতে হবে। প্রয়োজনে কাঁটাতারের বেড়া দিতে হবে। এমএ/ ০৮:০০/ ০৫ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AOM1qw
November 06, 2018 at 02:10AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন