দেরাদুন, ১০ নভেম্বরঃ ‘কেদারনাথ’ ছবি বন্ধের দাবি জানালেন বিজেপির এক শীর্ষ নেতা। ২০১৩ সালে হিমালয়ের উঁচু মন্দির কেদারনাথে যে বিশাল জলপ্রপাতের ফলে বিপর্যয় দেখা দিয়েছিল, তা নিয়েই পরিচালক অভিষেক কাপুর তৈরি করেন ‘কেদারনাথ’ ছবিটি। কিন্তু বিজেপি নেতা অজয়েন্দ্র অজয়ের দাবি, হিন্দুদের ভাবাবেগে এই ছবি আঘাত করতে পারে, কারণ এতে ‘লাভ জিহাদ’-এর প্রচার করা হয়েছে। ইতিমধ্যেই সিবিএফসির চেয়ারম্যান প্রসূন যোশিকে ছবি বন্ধ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন এই বিজেপি নেতা। তিনি চিঠিতে জানিয়েছেন, হিন্দুদের আবেগ নিয়ে মজা করছেন পরিচালক। ছবির মুখ্য চরিত্র সারা আলি খান এবং সুশান্ত সিং রাজপুতের চুম্বন দৃশ্য দেখে ঘোর আপত্তি তুলেছেন এই বিজেপি নেতা।
বিজেপি নেতা অজয়েন্দ্র অজয় বলেন, ‘কেদারনাথের বিপর্যয়কে সামনে রেখে রোম্যান্টিক প্রেমের গল্প বানানো মোটেও ঠিক নয়। হিন্দুরা কেদারনাথে আসে প্রার্থনার জন্য। হিন্দু সম্প্রদায়কে এ ছবির পরিচালক অশ্রদ্ধা করেছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PY4euh
November 10, 2018 at 10:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন