অযোধ্যা, ২৫ নভেম্বরঃ একদিকে ভিএইচপি, অন্যদিকে শিবসেনা। অযোধ্যায় রামমন্দির নিয়ে দুই দলের কর্মসূচীতে কার্যত যুদ্ধ পরিস্থিতি। গোলমালের আশঙ্কায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। অন্যদিকে, অযোধ্যায় বিশ্বের সবচেয়ে উঁচু রামমূর্তি স্থাপন করবেন বলে ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে ফের একবার প্রাসঙ্গিক হয়ে উঠেছেন ভগবান রাম। রবিবার সকালে রামলালা মন্দিরে যান শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদ্ধব বলেন, ‘অযোধ্যায় আসার পিছনে আমার কোনও গোপন অভিসন্ধি নেই। আমি এখানে বিশ্বের সকল ভারতীয় ও হিন্দুদের আবেগকে তুলে ধরতে এসেছি।” তিনি আরও বলেন, “আমি শুনেছি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, মন্দির আছে, ছিল, থাকবে। ওই মন্দিরটা দেখা যাচ্ছে না। আমি জানতে চাই সেই মন্দির কবে দেখা যাবে।’
অন্যদিকে রাম মন্দির প্রতিষ্ঠার দাবিতে আরএসএস আজ ধর্মসভা-র আয়োজন করেছে। ভিএইচপি আগেই ঘোষণা করেছে তাদের প্রায় দু’লক্ষ লোক আসবে ধর্মসভায়। নিরাপত্তার কথা ভেবে একেবারে দুর্গ বানিয়ে ফেলা হয়েছে অযোধ্যাকে। রামলালা মন্দিরকে ঘিরে তৈরি হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা বেষ্টনী। কিছু আরএসএস সমর্থক মন্দিরে ঢোকার চেষ্টা করলে, তাদের আটকে দেওয়া হয়। সংখ্যালঘু এলাকাগুলিতে যাতে উত্তেজনা না ছড়ায়, তার দিকেও নজর রাখা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Rea6wE
November 25, 2018 at 12:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন