সিলেট, ০২ নভেম্বর- টেস্ট ক্রিকেটকে বলা হয় ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ। ১৯৭৭ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্য দিয়ে শুরু হয় সাদা পোশাকের এই ক্রিকেটের। কালের বিবর্তনে সংক্ষিপ্ত সংস্করণের ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট এলেও জৌলুস হারায়নি টেস্ট ক্রিকেট। কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশ ছিল টেস্ট পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য। গত বছরের জুনে আফগানিস্তান ও আয়ারল্যান্ড টেস্ট স্ট্যাটাস পাওয়ায় বাংলাদেশ এখন ১২ দলের পরিবারের দশম সদস্য। আর র্যাংকিং বিচারে নবম সদস্য। ২০০০ সালে ভারতের সাথে অভিষেকের পর এই ১৮ বছরে দেশে-বিদেশে ১০৮টি টেস্ট খেলেছে টাইগাররা। এর মধ্যে দেশের মাঠে ৫৭টি টেস্ট খেলতে ৭টি স্টেডিয়াম ব্যবহার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে শুরু হয়ে এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আগামীকাল থেকে সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়াম। ৩ নভেম্বর থেকে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে স্বীকৃতি পেতে যাওয়া সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম প্রথম টেস্টে আতিথেয়তা করবে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে। ১৮ হাজার ৫০০ দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন এই মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যে। সেই জিম্বাবুয়ের সাথেই আগামীকাল প্রথম টেস্ট খেলতে নামবে টিম টাইগার। প্রথম টেস্ট নিয়ে সিলেটে চলছে সাজ সাজ রব। দেশের সবচেয়ে নয়নাভিরাম চা বাগান ঘেরা এই মাঠকে কেন্দ্র করে তাকিয়ে আছে সিলেটবাসী। ইতোমধ্যে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে ঢেলে সাজিয়েছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। সংস্থাটির প্রধান ও বিসিবির পরিচালক শফিউল ইসলাম নাদেল জানান, ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসের রীতি অনুসারে ঘণ্টা বাজিয়ে শুরু হবে টেস্টের প্রথম ম্যাচ। এই ঘণ্টা বাজানোর দায়িত্বে থাকবেন ম্যাচ রেফারি কিংবা আম্পায়ার। শুধু প্রথম ম্যাচেই না এখন থেকে এই মাঠে টেস্ট ম্যাচ হলেই ঘণ্টা বাজিয়ে শুরু হবে তা। শফিউল ইসলাম নাদেল আরও জানান, এছাড়া ম্যাচ চলাকালীন অবস্থায় নিরাপত্তার ব্যাপারেও বেশ সচেতন সিলেট প্রশাসন। মাঠে প্রবেশকারী কোনও দর্শককে খাবার কিংবা পানীয় না নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রথম টেস্টের টিকিট স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে পাওয়া যাবে। স্টেডিয়ামের পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল এরিয়ার টিকেট ৫০ টাকা, পূর্ব গ্যালারির টিকিট ৮০ টাকা, ক্লাব হাউজের টিকিট ২০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নাদেল আরও জানান, ঢাকা ও অন্যান্য ভেন্যুর মতো সিলেটের স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে এই ঐতিহাসিক ম্যাচ দেখার ব্যবস্থা থাকবে। আগামীকাল শনিবার ৩ নভেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে ১১ নভেম্বর থেকে। এমএ/ ১০:০০/ ০২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zl6Fws
November 03, 2018 at 04:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top