ঢাকা, ০৬ নভেম্বর- একের পর এক সাফল্যের সংবাদ এনে দিচ্ছে দেশের ক্ষুদে ফুটবলাররা। ট্রফি দিয়ে সমৃদ্ধ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ট্রফি ঘর। বাফুফে কেন খালি হাতে বসে থাকবে। সম্প্রতি সাফ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ ফুটবল দলকে সংবর্ধনা দেয়ার পাশাপাশি জানালেন আরও তিনটি খুশির সংবাদ। পাকিস্তানকে ফাইনালে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন দলের প্রত্যেকে পাবে ১ লক্ষ টাকা পুরস্কার। এছাড়া ক্ষুদে এই ফুটবলারদেরকে বাফুফের বেতন ভিত্তিক কাঠামোর ভেতরে আনার কথা ভাবছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, সাফ জয়ী প্রত্যেক ফুটবলারকে ১ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে। কিশোর ফুটবলারদের মধ্যে থেকে বাছাই করে প্রতিভাবানদের সঙ্গে ৩ বছরের চুক্তি করে তাদের প্রতি মাসে বেতন দেয়া হবে। তবে কতজন খেলোয়াড়কে এই চুক্তির ভেতরে নিয়ে আসা হবে এবং তাদের বেতনের সংখ্যাটাই বা কত হবে সে ব্যাপারে সু স্পট কোনও ব্যাখ্যা দেননি এই নীতি নির্ধারক। আবু নাইম সোহাগ বলেন, চুক্তি ভুক্ত খেলোয়াড়ের সংখ্যাটা নির্ভর করছে কোয়ালিটির উপর। আর বেতনের পরিমাণ এখনো ঠিক হয়নি। এদিকে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) কর্তৃক আয়োজিত চার জাতি অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে সাফ জয়ী বাংলাদেশি কিশোররা। আগামী ৬ থেকে ১৪ ডিসেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠেয় এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে মালদ্বীপ, সাইপ্রাস ও স্বাগতিক থাইল্যান্ড। এমইউ/০৯:৩৮/০৬ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AO7bVB
November 06, 2018 at 03:36PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন