হায়দরাবাদ, ৩০ নভেম্বরঃ জলসীমা অতিক্রম করার অভিযোগে ২৮ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল পাকিস্তান। তাঁরা প্রত্যেকেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে, ধৃত মৎস্যজীবীদের করাচিতে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, গুজরাট উপকূল বরাবর আরবসাগরে ৩টি নৌকায় করে মাছ ধরছিল ভারতীয় মৎস্যজীবীরা। সেই সময় তাঁরা পাকিস্তানের জলসীমা পেরিয়ে যান। তখনই মৎস্যজীবীদের গ্রেফতার করে পাকিস্তানের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।
মৎস্যজীবীদের মুক্তির জন্য দিল্লিতে অন্ধ্রপ্রদেশের রেসিডেন্ট কমিশনার বিদেশমন্ত্রকের মাধ্যমে পাকিস্তানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা পাকিস্তানের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RjoPGC
November 30, 2018 at 04:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন