কিকা রিকার দেখভালে বিশেষজ্ঞরা

শিলিগুড়ি, ২ নভেম্বরঃ ইকার মৃত্যুর পর রয়্যাল বেঙ্গল টাইগার শীলার বাকি দুই শাবকের দেখভালের জন্য আসছে এআরডি (অ্যানিম্যাল রিসার্চ ডিপার্টমেন্ট)-র পাঁচ সদস্যের প্রতিনিধিদল। এখন থেকে তাঁরাই বাঘ সহ সাফারির বাকি সব জীবজন্তুদের খেয়াল রাখবেন। বৃহস্পতিবার দার্জিলিং জু অথরিটির মেম্বার সেক্রেটারি বিনোদ যাদব, দার্জিলিং জু-র ডিরেক্টর ও বনমন্ত্রী পৌঁছেছিলেন বেঙ্গল সাফারিতে। পরিকাঠামোগত কোনও ঘাটতি থাকলে তা অবিলম্বে জানানোর নির্দেশ দেন তাঁরা।

এছাড়া ইকার মৃত্যুর পর বেঙ্গল সাফারিতে স্থায়ী পশু চিকিৎসকের ব্যবস্থা করার দাবি ওঠে। তার পরিপ্রক্ষিতে ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে চিকিৎসক চেয়ে আবেদন জানানো হয়েছে। যতদিন না অভিজ্ঞ চিকিৎসক আসছেন ততদিন এআরডি-এর দল সব জন্তুদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। তাঁদের সঙ্গে থাকবেন বেঙ্গল সাফারির বর্তমান চিকিৎসক নিক দোলে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qaypep

November 02, 2018 at 03:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top