নয়াদিল্লি, ১৩ নভেম্বরঃ শবরীমালা মন্দিরে সব বয়েসি মহিলাদের প্রবেশের নির্দেশের বিরুদ্ধে আবেদন শুনতে সম্মত হল সুপ্রিমকোর্ট। ২০১৯ সালের ২২ জানুয়ারি মুক্ত আদালতে শুনানির নির্দেশ দিল শীর্ষ আদালত।
গত ২৮ সেপ্টেম্বর ঐতিহাসিক রায়ে শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশের সপক্ষে নির্দেশ জারি করে সুপ্রিমকোর্ট। রায় ঘোষণার সময় মন্তব্য করা হয়, ‘মন্দিরে প্রবেশের বিষয়ে লিঙ্গ বৈষম্য দূর করতেই চিরাচরিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া জরুরি।’ সুপ্রিমকোর্টের সেই রায়ের জেরে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন শবরীমালা মন্দিরের অধিকাংশ ভক্ত। সুপ্রিমকোর্টের রায় মেনে মন্দিরে প্রবেশ করতে গেলে বাধা পেয়ে ফিরে যেতে বাধ্য হন এক সাংবাদিক-সহ একাধিক মহিলা।
সুপ্রিমকোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মোট ৪৮টি আবেদন জমা পড়ে। মঙ্গলবার বিষয়টি সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে বিচারপতি আর এফ নরিম্যান, বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি ইন্দু মালহোত্রার বেঞ্চের সামনে আনা হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qL0ptU
November 13, 2018 at 06:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন