মুম্বই, ১১ নভেম্বরঃ একের পর এক শহর ও রেলস্টেশনের নাম পরিবর্তন করেই চলেছে বিজেপি। এতে বিরোধীদের প্রবল সমালোচনার মুখেও পড়ছে তারা৷ কিন্তু সেই সব সমালোচনাকে তোয়াক্কা না করে ফের স্টেশনের নাম বদলের দাবি জানাল বিজেপি নেতা। এবার মুম্বইয়ের সোনাপুর মেট্রো স্টেশনের নাম বদল করে আরএসএস প্রতিষ্ঠাতার নামে করার দাবি জানালেন বিজেপি নেতা নীল সোমাইয়া৷
মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন অথরিটির কাছে এই আবদারটি করেছেন ওই বিজেপি নেতা৷ তিনি চান সোনাপুর মেট্রো স্টেশনের নাম বদলে করা হোক ডঃ কেবি হেগড়েওয়ার মেট্রো স্টেশন৷ এই হেগড়েওয়ার হলেন আরএসএসের প্রতিষ্ঠাতা৷ সোমাইয়ার আরও দাবি, বান্দাপ এলাকার নামই বদল করে হেগড়েওয়ার চক রাখা হোক৷ তিনি জানিয়েছেন, এই নামগুলি ব্রিটিশদের দেওয়া৷ তাই এই নামগুলি পরিবর্তনের দাবিতে মেট্রো কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
এর আগেও স্টেশনের নাম বদলের চিঠি পেয়েছেন মেট্রো আধিকারিকরা৷ এক আধিকারিক জানিয়েছেন, ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের কাছে প্রস্তাবিত জেভিএলআর মেট্রো স্টেশনের নাম বাল ঠাকরে ট্রমা কেয়ার সেন্টার স্টেশন রাখার দাবি জানিয়েছিল শিবসেনা৷ এরকম নাম বদলের আর্জি এখনও আসে৷ কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Oz7g3e
November 11, 2018 at 02:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন