ঢাকা, ২৭ নভেম্বর- দীর্ঘ দিন ধরেই বিএনপির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আছি। আমার এলাকার মানুষের সেবা করার জন্য তাই নির্বাচনে অংশ নিচ্ছি। দল থেকে সবুজ সংকেত পেয়েছি। জয় নিয়ে ঘরে ফিরব। আপাতত জয় ছাড়া আমি বিকল্প কিছু ভাবছিনা। আমি দলের আস্থার প্রতিদান দিতে চাই। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পর এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন সঙ্গীতশিল্পী মনির খান। তিনি ঝিনাইদহ-৩ আসন থেকে নির্বাচন করবেন। মনির খান ছাড়াও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আরও দুই সঙ্গীতশিল্পী কনকচাঁপা ও বেবি নাজনীন। তারা মনোনয়ন পেয়েছেন যথাক্রমে সিরাজগঞ্জ-১ ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) থেকে। বিএনপির পক্ষে নির্বাচনের অংশগ্রহণ করতে পেরে মনের ইচ্ছাপূরণ হয়েছে বলে জানিয়েছেন কনকচাঁপা। তিনি বলেন, মনোনয়নপত্র কেনার পর থেকেই এলাকার মানুষের অনেক শুভেচ্ছা পেয়েছি। তাদের মধ্যে আমার প্রতি ভালোবাসা দেখেছি। সেই দিক বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দিয়েছে। গানের জগতে সফল হয়েছি যেমন, রাজনীতিতেও সফল হবো আমার বিশ্বাস। তিনি আরও বলেন, বাকি জীবন মানুষের সেবক হয়ে যাবো যেমনটি আমি আমার মাকে দেখে এসেছি। তিনি মানবসেবা করেন নিজের অজান্তেই এবং তার এই গুণ সবার অলক্ষ্যে আমার উপর ভর করেছে। এদিকে বেবী নাজনীন মনোনয়ন পেয়ে দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এলাকার মানুষের সেবা করার জন্য তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি জানান, আমি নীলফামারী-৪ আসনের এলাকার মানুষের জন্য আগে থেকে কাজ করে যাচ্ছি। মনোনয়ন পেয়েছি। জয়িও হবো ইনশাআল্লাহ। আমার জন্মস্থান সৈয়দপুর, আমি এলাকার মানুষের পাশে থাকতে এই নির্বাচনে অংশ নেব। গতকাল সোমবার (২৬ নভেম্বর) মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে বিএনপি। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে তিন কণ্ঠশিল্পী বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় ফেসবুক ওয়ালে সবার কাছে দোয়া চেয়ে লেখা পোস্ট করেছেন কনকচাঁপা। তার মতে শিল্পীরা সমাজকে ভালোকিছু উপহার দিতে পারে। এমএ/ ০৫:৩২/ ২৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Rgn9Oc
November 27, 2018 at 11:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top