দক্ষিণ ২৪ পরগনা, ১৭ নভেম্বরঃ রাস্তা তৈরিকে কেন্দ্র করে স্থানীয়দের মারধরের অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বৈরামপুর এলাকায়। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১১ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার সকালে বৈরামপুর গ্রামের মধ্যে দিয়ে যাতায়াতের জন্য ঠিকাদার সংস্থার ১৪ ফুট চওড়া রাস্তা তৈরির কথা ছিল। নির্মীয়মাণ রাস্তার দুই ধারে এক সংস্থার কিছু জমি ছিল। ওই সংস্থার সঙ্গে যোগসাজশ করে ঠিকাদার সংস্থা মাত্র ৮ ফুট চওড়া রাস্তা তৈরি করছিল বলে অভিযোগ। স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদ জানায়। এদিকে প্রতিবাদ করার জন্য স্থানীয়দের উপর ঠিকাদার সংস্থার কর্মীরা মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশেকে ঘিরেও উত্তেজিত জনতা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। ঘটনার তদন্ত চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DrXjCE
November 17, 2018 at 04:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন