কলকাতা, ২০ নভেম্বরঃ মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেন শোভন চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দফতরের অন্যতম গুরুত্বপূর্ণ সচিব গৌতম সান্যালের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি।
দলীয় সূত্রে খবর, শোভন চট্টোপাধ্যায়ের কাজকর্ম নিয়ে সম্প্রতি ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভা অধিবেশনের প্রথম পর্ব শেষ হওয়ার পর তাঁকে নিজের কক্ষে ডাকেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর কাজে অমনোযোগীতার জন্য ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত দলনেত্রীর ধমকের মুখে পড়তে হয় শোভনবাবুকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এহেন মনোমালিন্যের পরই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই অনুযায়ী, ইস্তফাপত্রও পাঠিয়ে দেন রাজ্যের দমকলমন্ত্রী। যদিও নবান্নের পক্ষ থেকে এখনও এবিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Q6C8wW
November 20, 2018 at 06:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন