ম্যাচ জিতে কিউয়িদের ভাংড়া নাচ, ভাইরাল ভিডিয়ো

আবু ধাবি, ২০ নভেম্বরঃ সোমবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে নাটকীয় জয় পেল নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শেষ হয়ে গিয়েছে চার দিনেই। সোমবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম যখন ধরেই নিয়েছে এই টেস্ট জিতে যাবে পাকিস্তান তখনই পাকিস্তানের ব্যাটিংকে ধাক্কা দেন আজাজ প্যাটেল।

দ্বিতীয় ইনিংসে তাঁর পাঁচ উইকেটের ধাক্কায় জয়ের সামান্য রানের চার রান আগেই থেমে যেতে হয় পাকিস্তানকে। চতুর্থ দিনের শুরুতে পাকিস্তান যখন ব্যাট করতে নামে, তখন জিততে প্রয়োজন ছিল ১৩৯ রান। হাতে তখনও ১০ উইকেট। কিন্তু নিউজিল্যান্ডের হয়ে অভিষেক টেস্টেই আজাজের বিধ্বংসী একটা স্পেল পাকিস্তানকে পর্যদুস্ত করে দেয়।
আর তারপরই ড্রেসিংরুমে ফিরে এসে ভাংড়া নাচের মাধ্যমে জয় সেলিব্রেট করলেন কিউয়ি খেলোয়াররা। সেই নাচ দেখে হেরে গিয়েও হেসে ফেলেন পাকিস্তানের খেলোয়াড়রাও। সেই নাচই এখন ভাইরাল।

শনিবার থেকে দুবাইতে দ্বিতীয় টেস্ট শুরু হবে। শেষ টেস্ট হবে ৩ ডিসেম্বর থেকে আবু ধাবিতে।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Q6FFeG

November 20, 2018 at 07:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top