সিলেট, ০৫ নভেম্বর- পাহাড়সম ৩২১ রান থেকে ২৬টা রান বাদ গেলো তৃতীয় দিনের শেষ বিকেলে। জিততে হলে স্বাগতিকদের লাগে আরও ২৯৫ রান। ওয়ানডে সিরিজে যে দল বাংলাদেশের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি, সেই দলটা টেস্ট সিরিজে এসে যেন রীতিমতো হুঙ্কার ছাড়ছে বাঘেদের সামনে। দল বিবেচনা করলে দুই দলের জন্যই নতুন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। কিন্তু এই মাঠে তো অনেক খেলেছে বাংলাদেশ দলে থাকা খেলোয়াড়রা। ঘরোয়া লিগের ম্যাচ নিয়মিতই হয় এখানে। তবু কেন এত অচেনা! দুই ইনিংসেই বোলাররা তাদের কাজ ঠিকঠাক করেছে ঠিকই কিন্তু ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে যা করেছেন সেটা এক কথায় এখনকার বাংলাদেশ দলের সঙ্গে যায় না। এশিয়া কাপ আর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডের রেশ হয়তো এখনও কাটেনি। তাই বোধহয় এমনটা ঘটছে বলতেই পারেন। টসে হেরে প্রথমে বোলিং করে জিম্বাবুয়েকে ৩০০ রানের নিচে (২৮২) আটকে ফেলায় বাহবা পেতে না পেতেই চুপ হয়ে যেতে হয় বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিং দেখে। এগারো জনের মধ্যে মাত্র দুইজন ব্যাটসম্যান পার করতে পেরেছিলেন ৩০ রানের কোটা। মুশফিকের ৩১ আর অভিষিক্ত আরিফুল হকের অপরাজিত ৪১ রান। এরপর মেহেদী মিরাজের ২১ রান ছাড়া বাকি আট জনের কেউই ছুঁতে পারেননি ২০ রানের কোটা। সব মিলে দ্বিতীয় দিন শেষ না হওয়ার আগেই ১৪৩ রানে অলআউট বাংলাদেশ। যার সুবাদে দ্বিতীয় দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংস শুরু করে দিতে হয় জিম্বাবুয়েকে। ২ ওভারে ১ রান নিয়ে দিন শেষ করলেও আজ তৃতীয় দিনের খেলায় সফরকারীরা যোগ করে আরও ১৮০ রান। প্রথম ইনিংসের ১৩৯ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসের ১৮১ রানসহ মোট ৩২১ রানের লিড ছুড়ে দেয় জিম্বাবুয়ে। গত ১৮ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এত বড় লিড তাড়া করে জিততে পারেনি একবারও। যে তিন ম্যাচে চতুর্থ ইনিংসে লক্ষ্য তাড়া করে জিতেছে তার একটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালে ২১৯ রান তাড়া করে জিতেছিল। এরপর ২০১৪ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রান তাড়া করে ম্যাচ জিতে। বাংলাদেশ নিজেদের শততম টেস্ট ম্যাচেও লক্ষ্য তাড়া করে জয় পায়। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে ১১৯ রান তাড়া করে। ক্রিকেট ইতিহাসে ৩০০ রান পার করে ম্যাচ জেতার নজির আছে ৩০টি। চারশ রান তাড়া করার ঘটনা আছে চারটি। বাংলাদেশের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। হাতে আছে এখনও ১০ উইকেট। সময় আছে গোটা দুই দিন! তৃতীয় দিন শেষ ১৪ রানে লিটন দাস আর ইমরুল কায়েস অপরাজিত আছেন ১২ রানে। তথ্যসূত্র: আরটিভি অনলাইন আরএস/ ০৫ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AQcBj1
November 06, 2018 at 01:24AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন