কলকাতা, ২৮ নভেম্বরঃ রাজ্যে ক্রমশ মাত্রা ছাড়াচ্ছে বায়ু দূষণ। দূষণ মোকাবিলায় ব্যর্থ সরকার। এই ব্যর্থতার জেরে এবার রাজ্যের কাছে ৫ কোটি টাকা পরিবেশ জরিমানা ধার্য করল ন্যাশনাল গ্রীন ট্রাইবুনাল। আগামী দু’সপ্তাহের মধ্যে জরিমানার টাকা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে প্রতি মাসে অতিরিক্ত ১ কোটি টাকা জরিমানা দিতে হবে রাজ্য সরকারকে। একইসঙ্গে কলকাতা এবং হাওড়ার বায়ুদূষণ নিয়ে এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী বছরের জানুয়ারির মধ্যে রাজ্যের মুখ্যসচিবকে তা হলফনামা আকারে দাখিল করার নির্দেশও দিয়েছে আদালত।
প্রসঙ্গত, দূষণ মোকাবিলায় ব্যর্থ হওয়ায় সোমবারই রাজধানী দিল্লির সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতা এবং হাওড়ার বায়ুদূষণ মোকাবিলায় ‘ব্যর্থ’ রাজ্যের কাছে পরিবেশ জরিমানা ধার্য করা হল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TQEa3c
November 28, 2018 at 02:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন