শবরীমালা ইশ্যুঃ আজ ফের বন্‌ধ কেরলে

কোচি, ১৭ নভেম্বরঃ শুক্রবার তৃতীয়বারের জন্য খুলেছিল শবরীমালা মন্দির। জানা গিয়েছে, ইতিমধ্যেই ৫০০-র বেশি মহিলা পুজো দেওয়ার জন্য নাম নথিভূক্ত করেছে। গতকাল সমাজকর্মী ত্রুপ্তি দেশাইকে মন্দিরে যেতে দেওয়া হয়নি। কোচি বিমান বন্দরেই তাঁদের পথ আটকে বাধা দেয় বিক্ষোভকারীরা।

সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছে হিন্দু ঐক্য বেদি নামে একটি সংগঠন। ওই সংগঠনের রাজ্য সভাপতি কেপি শশিকলাকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে মন্দিরের ২ কিলোমিটার আগে গ্রেফতার করে। এই গ্রেফতারির প্রতিবাদেই বন্‌ধের ডাক দেওয়া হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনায়াই বিজয়ন জানিয়ে দিয়েছেন, আদালতের রায় মেনেই চলবে রাজ্য সরকার।

এদিকে, নিজেদের গাড়িতে আসা তীর্থযাত্রীদের মন্দিরে প্রবেশের জন্য পাস আবশ্যিক করা হয়েছে। নিরাপত্তার বিষয়টিকে নজরে রেখে মন্দির চত্বরে প্রায় ১৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QPiu5D

November 17, 2018 at 12:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top