কলকাতা, ০৩ নভেম্বর- ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সর্বভারতীয় সভাপতির পদে এবার শান্তনু সেন৷ এক সময় এই পদ অলংকৃত করেছেন বিধান রায়, নীলরতন সরকারেরা৷ চিকিৎসকদের সর্ব ভারতীয় এই সংগঠনের শীর্ষে বাঙালির ডাক্তারের সংখ্যা হাতে গোনা তারা হলেন- কেএস রায়, ভাস্কর রায়চৌধুরী, জোতির্ময় মজুমদার, পিকে চৌধুরী প্রমুখ৷ ১৪ বছর আগে সুদীপ্ত রায় এই রাজ্যে থেকে ওই পদে শেষ গিয়েছিলেন ৷ বৃহস্পতিবার রাতে আইএমএ নির্বাচনের ফল প্রকাশের পরে দেখা যায়, ২ হাজার ৩৬৫টি ভোটের মধ্যে শান্তনু পেয়েছেন ১৮৩২। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি সমর্থিত হরিশ গুপ্তা পেয়েছেন মাত্র ৩৭৭টি ভোট।আইএমএ-র চিকিৎসক মহলের একাংশ অবশ্য শান্তনু সেনের জয়কে তৃণমূলের জয় বদলে বিজেপি-র পরাজয় হিসেবেই দেখছেন। কারণ কেন্দ্রের স্বাস্থ্যনীতির জন্য ক্ষুব্ধ রয়েছে চিকিৎসক সমাজ এবং শান্তনুকে এই নীতির বিরুদ্ধে সরব হতেই দেখা যেত। সর্বভারতীয় ক্ষেত্রে এই জয়কে আগামী লোকসভা ভোটের আগে বাড়তি অক্সিজেন দেবে তৃণমূলকে বলেই মনে করা হচ্ছে৷ বিশেষত দক্ষিণ ভারতের চার রাজ্যে- অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু ও কেরালা হরিশকে কোনও ভোট না দিয়ে শান্তনুকেই ভোট দিয়েছেন৷ যা সর্ব ভারতীয় রাজনীতিতে এক বিশেষ বার্তা দিচ্ছে৷ বর্তমানে শান্তনু তৃণমূলের থেকে রাজ্যসভার সদস্য ৷ সেক্ষেত্রে তাঁকে জেতালে আইএমএ-র কোন দাবি দাওয়া সংসদে তুলতে অন্য কোনও সাংসদের মুখাপেক্ষি হতে হবে না সরাসরি সভাপতির মাধ্যমেই করা যাবে- এই মানসিকতাও এই ভোটে কাজ করেছে বলে মনে করা হচ্ছে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৫:০০/০৩ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zsjLba
November 03, 2018 at 10:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top