চেন্নাই, গত শুক্রবারই তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়েছিল সামুদ্রিক ঝড় গাজা। প্রাণ হারিয়েছেন প্রায় ২৮ জন। এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের একবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হল ওই রাজ্যের সাতটি জেলায়। দুর্যোগের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হল স্কুল, কলেজ। নিম্নচাপের জেরে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই সহ রাজ্যের বিভিন্ন এলাকায়। আবহাওয়া অফিস সূত্রে খবর, শক্তি বাড়িয়ে ফের নিম্নচাপের বৃষ্টি ও ঝোড় হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড্ডালোর, নাগাপট্টিনম, পুডুকোট্টাই, তাঞ্জাভুর, রামনাথপুরম, তিরুভারু, ভিল্লুপুরম-সহ বিভিন্ন এলাকায়। আগাম সতর্কতা হিসাবে ওই সব এলাকার স্কুল কলেজ বন্ধ রাখতে বলা হয়েছে। পুদুচেরিতেও সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল। সেই পরীক্ষাও বাতিল করা হয়েছে। মত্স্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতেও নিষেধ করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2A8riMA
November 22, 2018 at 01:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন