নয়াদিল্লি, ৮ নভেম্বরঃ আমজনতাকে স্বস্তি দিয়ে আবারও কমল জ্বালানি তেলের দাম৷ বৃহস্পতিবার সকালে তেল কোম্পানিগুলি পেট্রোলে লিটার পিছু ২০-২১ পয়সা দাম কমানোর কথা ঘোষণা করে৷ ডিজেলের কমেছে ১৮ থেকে ১৯ পয়সা৷ রাজধানী দিল্লিতে এদিন পেট্রোলের দাম কমে হয়েছে ৭৮.২১ টাকা৷ ডিজেলে লিটার পিছু ১৮ পয়সা কমে হয়েছে ৭২.৮৯টাকা৷
বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম কমেছে লিটার পিছু ২০ পয়সা৷ ফলে দাম কমে দাঁড়িয়েছে ৮৩.৭২ টাকা৷ আর ডিজেলের দাম কমেছে ১৯ পয়সা৷ নয়া দাম হয়েছে ৭৬.৩৮ টাকা৷ এক সময় জ্বালানি তেলের দাম মুম্বইয়ে ১০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সেখান থেকে অনেকটাই কমেছে জ্বালানির দাম। অক্টোবরের শেষের দিক থেকে দাম কমতে থাকে পেট্রেপণ্যের৷ কেন্দ্র জানিয়েছে, আন্তর্জাতির বাজারে দাম কমা ও ইরানের থেকে ভারত তেল কেনার বিষয়ে আমেরিকা ছাড়পত্র দেওয়ার পরই দাম কমছে জ্বালানির৷
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OwmVjy
November 08, 2018 at 11:31AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন