মঙ্গলের মাটিতে সফল অবতরন নাসার মহাকাশযান ‘ইনসাইট’-এর

ক্যালিফোর্নিয়া, ২৭ নভেম্বরঃ অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সফলভাবে মঙ্গলের মাটিতে অবতরণ করল মার্কিন গবেষণা সংস্থা নাসার মনুষ্যবিহীন মহাকাশযান ‘ইনসাইট’। চলতি বছরের মে মাসে ক্যালিফোর্নিয়া থেকে মঙ্গলের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ইনসাইট। ৬ মাসে প্রায় ৫৪ কোটি ৮০ লক্ষ কিমি সফর করে মঙ্গলে অবতরণ করে এই মহাকাশযান। সোমবার মার্কিন সময় রাত ১টায় মঙ্গলের মাটি ছোঁয় ‘ইনসাইট’। পৃথিবীর বাইরের জগতের গভীরে অনুসন্ধান চালানোর উদ্দেশে তৈরি প্রথম এই মহাকাশযান ২ বছরের অভিযানে গিয়েছে লাল গ্রহে।

নাসার বিজ্ঞানীরা জানান, অবতরণের ঠিক আগের সাড়ে ৬ মিনিট নিয়ে চিন্তায় ছিলেন তাঁরা। কারণ ওই সময় লালগ্রহের বায়ুমণ্ডলের সঙ্গে ‘ইনসাইট’-এর সংঘর্ষ হওয়ার সম্ভাবনা ছিল। তবে অবতরণের সাড়ে আট মিনিট পর মহাকাশযানটির পাঠানো সিগন্যাল পাওয়ামাত্রই মিশনের সাফল্যের কথা ঘোষণা করে নাসা।

ইতিমধ্যেই লালগ্রহের ছবিও পাঠিয়ে দিয়েছে ‘ইনসাইট’। জানা যাচ্ছে, মঙ্গলের তাপমাত্রা ও ভূকম্পন সংক্রান্ত তথ্য সংগ্রহ করার সঙ্গে সঙ্গে কিভাবে মঙ্গলের সৃষ্টি, পৃথিবীর শিকড় ও সৌরজগতের অন্যান্য পাথুরে গ্রহের সম্পর্কেও তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাবে ‘ইনসাইট’।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Si7AFT

November 27, 2018 at 04:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top