দীপাবলিতে দক্ষিণেশ্বর স্কাইওয়াকে ভক্তের ভিড়

কলকাতা, ৬ নভেম্বরঃ দীপাবলি উপলক্ষ্যে আলোর উত্সবে মেতে উঠেছে কলকাতা সহ রাজ্যবাসী। সাবেক মোমবাতি, প্রদীপের সঙ্গেই ফ্যাশনের বিভিন্ন রকমের টুনি লাইট। এবার অবশ্য বাজি পোড়ানোর সময়সীমা নিয়ে কড়া নির্দেশিকা থাকলেও দীপান্বিতা অমাবস্যার তিথি পড়েছে রাতে। তাই দক্ষিণেশ্বরে ভিড় শুরু হয়ে গইয়েছে ভোরের আলো ফোটার আগে থেকেই।

মঙ্গলবার ভোর থেকেই ভক্তের ঢল নামতে শুরু করেছে দক্ষিণেশ্বর মন্দিরে। সোমবার স্কাইওয়াকের উদ্বোধন করার পর এদিন সকাল থেকেই স্কাইওয়াকে চড়ে সোজা মন্দিরে পৌঁছে যাচ্ছেন দর্শনার্থীরা। ট্রেনে, বাসে, লঞ্চে যে-ই আসছেন, সটান উঠে পড়ছেন স্কাইওয়াকে। ৬০ কোটি টাকা ব্যায়ে গড়ে উঠেছে এই স্কাইওয়াক। স্কাইওয়াকটি লম্বায় ৩৮০ মিটার ও চওড়ায় ১০ মিটার। স্কাইওয়াকে রয়েছে ১২টি চলমান সিঁড়ি, ৮টি সিঁড়ি ও ৪টি লিফট। অত্যাধুনিক এই স্কাইওয়াকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থেকে সিসিটিভি সবই রয়েছে। স্কাইওয়াকে রয়েছে থ্রি-ডি আলোকসজ্জাও। ৬৫ কোটি টাকা ব্যয়ে তৈরি এই স্কাইওয়াকের কাজ শুরু হয়েছিল ২০১৫ সালে। স্কাইওয়াকের ভিতরে পুজোর সামগ্রী কেনার জন্য বেশ কয়েকটি দোকানও রয়েছে। সেই দোকান থেকেই পুজোর জিনিসপত্র কিনে সোজা মন্দিরে ঢুকতে পারবেন দর্শনার্থীরা। তাই ভিড়, যানজট এড়িয়ে স্কাইওয়াক দিয়ে সোজা মন্দিরে পৌঁছে যেতে পেরে খুশি দর্শনার্থীরাও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yRmYBK

November 06, 2018 at 01:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top