ঢাকা, ১১ নভেম্বর- বিপিএলের গত পাঁচটি আসর দারুণভাবে মাতালেও এবার প্লেয়ার্স ড্রাফট থেকে কোনো দলই বাংলাদেশের প্রথম টি-২০ অধিনায়ককে কিনতে আগ্রহ দেখায়নি। অথচ প্লেয়ার্স ড্রাফটে দেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম এক আলোচিত ক্রিকেটার ছিলেন তিনি। দল না পেয়ে সংবাদমাধ্যমের কাছে হতাশা ও বিস্ময়ও প্রকাশ করেছিলেন নাফীস। তবে অবশেষে দল পেলেন তিনি, বিপিএল কাটাতে হচ্ছে না দর্শক হিসেবে। রবিবার (১১ নভেম্বর) বিকালে শাহরিয়ার নাফীসকে দলে অন্তর্ভুক্তির কথা জানায় রাজশাহী কিংস কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে নাফীসকে দলে রাখার খবর জানিয়ে বলা হয়, টাইগারদের প্রথম টি-২০ ম্যাচে তিনি ছিলেন অধিনায়ক। তিনি তার সময়ের সেরা ছিলেন, এখনও একজন শক্তিশালী হার্ড হিটার ব্যাটসম্যান। তিনি এমন একজন ব্যাটসম্যান যার উপর তার দল এখনও নির্ভরশীল হতে পারে। তিনি অভিজ্ঞ, তিনি নির্ভরযোগ্য। স্বাগতম জানান আমাদের রাজ্যে সদ্য যুক্ত হওয়া শাহরিয়ার নাফীসকে! তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ১১ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RLSojW
November 12, 2018 at 02:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top