বেআইনীভাবে পুলিশি তল্লাশী ও গ্রেপ্তার বন্ধ করতে হবে…তাহসিনা রুশদীর লুনা

IMG_3044বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা এক বিবৃতিতে সিলেটসহ বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের বাড়ীতে অন্যায় ও বেআইনীভাবে পুলিশি তল্লাশী এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথেই পুলিশ অত্যন্ত হিংস্রভাবে বিএনপির নেতৃবৃন্দের বাড়ীতে বাড়ীতে তলল্লাশী চালান যা সম্পূর্ণ আইনের পরিপন্থী। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে না হয় এবং বিএনপি নেতাকর্মীদের মাঠ ছাড়া করার হীন উদ্দেশ্যে পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী না হয়ে আওয়ামী লীগের কর্মী হয়ে এসব কাজ করে যাচ্ছে। অনতিবিলম্বে অন্যায় ও বেআইনী পুলিশি তল্লাশি-হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে গ্রেপ্তারকৃত জেলা বিএনপির সদস্য, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক গয়াছ মিয়া, জেলা বিএনপির সদস্য, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী আব্দুল হাই, জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম আহমদ মারুফ, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, গোয়ালাবাজার যুবদল নেতা সুজন মিয়া, লামাকাজী ইউনিয়ন ছাত্রদল নেতা জুবায়ের আহমদসহ গ্রেপ্তারকৃত সিলেট তথা বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগরের সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানায়। বিজ্ঞপ্তি



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2Qz9YY8

November 10, 2018 at 06:58PM
10 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top