ওয়াশিংটন, ২১ নভেম্বরঃ ফের একবার ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, মেক্সিকো থেকে আসা বেআইনি অভিবাসীদের আশ্রয় দেওয়া হবে না বলে চলতি মাসে একটি নির্দেশিকা জারি করেছিলেন ট্রাম্প। সোমবার তাতে সাময়িকভাবে স্থগিতাদেশ দিয়েছে সান ফ্রান্সিসকোর এক কোর্ট। এই স্থগিতাদেশ সারা দেশে ১৯ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অভিবাসীরা যাঁরা আসার চেষ্টা করছেন তাঁদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এমনকি আবেদনের আইনি কাগজপত্র তৈরিতেও দেরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে কোর্টের দ্বারস্থ হয় স্বেচ্ছাসেবী সংস্থা আমেরিকান সিভিল লির্বাটিজ ইউনিয়ন (এসিএলইউ)। তারই পরিপ্রেক্ষিতে সোমবারের এই স্থগিতাদেশ বলে জানা গিয়েছে।
ছবিঃ সংগৃহীত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KoQa7I
November 21, 2018 at 02:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন