কলকাতা, ০২ নভেম্বর- লোকসভা ভোটে সারা দেশে যে হাওয়া বয় তা যে বাংলাতেও বইবে তার কোনও মানে নেই। ২০১৪ সালে সারা দেশে নরেন্দ্র মোদী নামে ঝড় বয়েছে। তার বিন্দুমাত্র আঁচ বাংলায় পড়েনি। বিজেপি মাত্র ২টি আসন দখল করতে পেরেছিল। একটি আসানসোলে ও একটি উত্তরবঙ্গে। বাকী সারা রাজ্যে বিজয় কেতন উড়িয়ে তৃণমূল কংগ্রেস ৩৪টি আসন জিতেছিল। এবার কী হবে তা নিয়ে আরও বেশি করে আগ্রহ তৈরি হয়েছে। কারণ এবার রাজ্যে বদলে গিয়েছে তৃণমূলের প্রতিপক্ষ। তৃণমূলের জয় এবারও প্রায় একই ঘটনা তৃণমূলের ক্ষেত্রে ঘটতে চলেছে। ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৩২টি আসন পেতে পারে বলে এবিপি ভোট সমীক্ষা বলছে। অর্থাৎ গতবারের চেয়ে ২টি আসন কম পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এগিয়ে বিজেপিও এরাজ্যে গত চার বছরে ধারে-ভারে অনেকটাই বৃদ্ধি হয়েছে বিজেপির। বলতে গেলে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল এখন গেরুয়া শিবিরই। এবারের ভোটে বিজেপির আসন বেড়ে ৯টি হয়ে যেতে পারে বলে এবিপি সমীক্ষায় বলা হচ্ছে। যা ২০১৪ সালে ছিল মাত্র ২টি আসন। সাইনবোর্ডের পথে কংগ্রেস বাংলায় কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে বলে সমীক্ষায় তুলে ধরা হয়েছে। গত তিন দশকে উত্তর বঙ্গের কয়েকটি আসন কংগ্রেসের বরাবর দখলে থেকেছে। অন্তত ৫-৬টি আসন কংগ্রেসের বাধা থাকত। এবার সেখানেও ধস নামতে চলেছে। কংগ্রেস ৪২টি আসনের মধ্যে মাত্র ১টি জিততে সক্ষম হবে বলে সমীক্ষায় উঠে এসেছে। নিশ্চিহ্নের পথে বামেরা সবচেয়ে খারাপ অবস্থা হতে চলেছে বামফ্রন্টের। একসময়ে যে বাংলা বামেদের দূর্গ ছিল, সেখানে এবার নিশ্চিহ্ন হতে চলেছে বামফ্রন্ট। এবিপি সমীক্ষা বলছে, আগামী লোকসভা ভোটে সারা রাজ্যে বামেরা একটিও আসন পাবে না। অর্থাৎ বাম জমানার অবসান হতে চলেছে বলে পূর্বাভাস মিলেছে। তথ্যসূত্র: bengali.oneindia আরএস/ ০২ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PziAkw
November 02, 2018 at 10:09PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন