প্রকাশ্যে এল ‘জিরো’র পোস্টার

মুম্বই, ১ নভেম্বরঃ প্রকাশিত হল ‘জিরো’-র দুটো পোস্টার। প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্টার।

প্রথম পোস্টারে শাহরুখকে দেখা যাচ্ছে অনুষ্কার সঙ্গে। অনুষ্কা বসে রয়েছেন হুইলচেয়ারে। আর তার পাশে প্রাণবন্ত শাহরুখ। দ্বিতীয় পোস্টারটিতে দেখা যাচ্ছে ক্যাটরিনাকে। শাহরুখকে ছুঁয়ে আছে সে। জানা গিয়েছে, ছবিতে শাহরুখ বামুন এবং তাঁর চরিত্রের নাম বাবুয়া।

২ নভেম্বর শাহরুখের জন্মদিন। সেদিনই সামনে আসবে ‘জিরো’-র ট্রেলার। তবে অফিশায়ালি না বেরোলেও ইতিমধ্যেই ট্রেলার দেখে ফেলেছেন আমির খান। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘এইমাত্র জিরোর ট্রেলার দেখলাম। একটাই শব্দ বলব, অনবদ্য।’ শাহরুখের উদ্দেশে আমির বলেছেন, ‘শাহরুখ নিজেকেও অতিক্রম করে গিয়েছে।’

ছবিটি মুক্তি পাবে ২১ ডিসেম্বর।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qn8KEb

November 01, 2018 at 06:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top