কলকাতা, ২০ নভেম্বরঃ দমকলের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। গাড়িটি পোস্তার নলিনী শেঠ রোডের একটি দোকানের আগুন নেভাতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। মৃতার পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ উত্তর বন্দর থানার দিক থেকে স্ট্র্যান্ড রোড হয়ে দমকলের গাড়িটি পোস্তার দিকে যাচ্ছিল। তখনই ওই গাড়ির তলায় চাপা পড়ে যান এক মহিলা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
প্রসঙ্গত, বড়বাজার, পোস্তার ঘিঞ্জি এলাকায় আগুন লাগলে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় দমকল কর্মীদের। গাড়ি নিয়ে ঢুকতে রীতিমতে হিমশিম খেতে হয় তাঁদের। সম্প্রতি বাগড়ি মার্কেটে আগুন লাগার পর কলকাতা পুরসভার তরফে ঘোষণা করা হয়েছিল, ফুটপাতে বা দোকানের বাইরে ডালা নিয়ে জায়গা দখল করে ব্যবসা করা যাবে না। কিন্তু বাস্তবে সমস্যার যে কোনও সমাধান হয়নি, তা আবার প্রমাণ করল এই দুর্ঘটনা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2S1DpCA
November 20, 2018 at 05:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন