বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ইসলামী ঐক্যজোটের মনোনয়ন পেয়েছেন আ.ক.ম এনামুল হক মামুন। তিনি ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলামের অন্যতম নেতা।
ইসলামী ঐক্যজোটের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে- বিভিন্ন সরকারি-বেসরকারি রিপোর্ট, গণমাধ্যমের জরিপ এবং দলের পার্লামেন্টারি বোর্ডের নিজস্ব সোর্সের রিপোর্টের ভিত্তিতে এলাকার চাহিদার কথা বিবেচনায় নিয়ে প্রার্থীর যোগ্যতা, জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা যাচাই করে একাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের প্রার্থী হিসেবে এনামুল হক মামুনকে চূড়ান্তভাবে দলের মনোনয়ন দেয়া হয়েছে। এর আগে গত বছরের শুরুর দিকে দলের পক্ষথেকে নির্বাচনের প্রস্তুতি নিতে আগাম তাকে গ্রীন সিগনাল দেয়া হয়। সেদিনের পর থেকে তিনি নির্বাচনী এলাকায় সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন। নিজের প্রার্থীতার জানান দিয়ে লিফলেট বিতরণ, ইস্যুভিত্তিক পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড সাঁটানো ছাড়াও গণসংযোগ করে জনমত সৃষ্টিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নিয়মিত যোগ দিচ্ছেন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠানে। মতবিনিময় করে চলছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সাথে।
দীর্ঘদিন থেকে রাজনীতি ও সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে ভূমিকা পালন করে আসা এনামুল হক মামুনের প্রার্থীতার খবরে সাড়া পড়েছে স্থানীয় জনপদে। দলের নেতাকর্মীদের মধ্যে যেমন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে, তেমনি সাধারণ ভোটারদের মাঝেও বিরাজ করছে অন্য আবহ। বিশেষকরে নতুন ও উঠতি বয়সি ভোটারদের মাঝে বেশ উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা নিজেদের প্রার্থীর জন্য কোমর বেঁধে মাঠে নেমেছেন, আর তরুণ ভোটারা সমবয়সী প্রার্থীর পক্ষে দল ও মতের উর্ধ্বে উঠে জনমত তৈরীতে উৎসাহী হয়ে পড়েছেন। এতে করে নতুনভাবে ভোটের হিসেব কষতে শুরু করেছন সচেতনমহল।
সূত্র জানায়- আ.ক.ম এনামুল হক মামুন একজন শক্তিমান লেখক ও গণমাধ্যমকর্মী। রাজনৈতিক পরিচয়ের বাইরে তার রয়েছে আলাদা পরিচিতি। এলাকার উন্নয়নে, সংকট দূরিকরণে এবং দুর্যোগ মোকাবেলায় তার অবদানের কথাও স্থানীয় জনপদে স্বীকৃত। আগামী সংসদ নির্বাচনে তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন- আমি দীর্ঘদিন থেকে আদর্শ মানুষ গঠনে শিক্ষার প্রচার-প্রসার, মূল্যবোধ তৈরীতে সামাজিক তৎপরতা, অধিকার আদায়ে রাজনৈতিক আন্দোলন এবং জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় রয়েছি। দীর্ঘ এ পথচলায় জনগণের আস্থা ও ভালোবাসা আমাকে বৃহৎ পরিসরে জনকল্যাণে ভূমিকা রাখতে আশাবাদী করে তুলেছে। তাই আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তিনি বলেন- “সিলেট-২ আসনের ইসলাম পছন্দ বিশাল এক ভোটারশ্রেণী বিকল্প নেতৃত্বের প্রত্যাশী। তারা আদর্শ ও উন্নয়ন সমন্বিতভাবে চান।” জনগণের সেই প্রত্যাশা বিবেচনা করে ইসলামী ঐক্যজোট তাকে মনোনয়ন দিয়েছে, তিনি সর্বস্ব দিয়ে হলেও এ আসনটি দলকে উপহার দিতে চান। তিনি আরো জানান- তৃণমূল জনসমর্থন যেমন আশাতীতভাবে লক্ষ্য করছেন, তেমনি সমমনা বিভন্ন রাজনৈতিক দলও তার প্রতি নৈতিক সমর্থন জ্ঞাপন করছে। তাই নির্বাচনী ফলাফল নিয়েও বেশ আশাবাদী রয়েছেন তিনি।
ইসলামী ঐক্যজোটের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মুফতী মনসূরুল হক বলেন- সময় এবং এলাকার চাহিদা বিবেচনা করে সিলেট-২ আসনে এনামুল হক মামুনকে মনোনয়ন দেয়া হয়েছে। আমরা আশাবাদী ভোটাররা প্রতিভাবান এই তরুণকে সঠিক মূল্যায়ন করবেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2TLkY6P
November 26, 2018 at 07:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন